Class 7 Science Assignment Answer 2021 (9th Week)

Class 7 Science Assignment Answer 2021: Directorate of Secondary and Higher Secondary Education is published the class seven science subjects assignment question with solutions, answers and notice on dshe.gov.bd.

Class 7 Science Assignment:

Class 7 Science Assignment has been published by DSHE. Here are the content and assignment work for the week of 9th.

9th Week Assignment Questions

Class: Seven
Subject: Science
No. of Assignment: 3rd
Chapter – উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন
Content- একটি উদ্ভিদ কোষের বর্ণনা, কোষ অঙ্গানুগুলোর পরিচয়, উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ, প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ, যোজক টিস্যু।
Assignment Work-১| একটি প্রাণিকোষ ও একটি উদ্ভিদকোষ এর | চিহ্নিত চিত্র অংকন করে উপস্থাপন কর।
২। মানবদেহের কোন কোন অংগানু ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরী কর এবং খাতায় লিপিবদ্ধ কর। ৩। প্রাণিদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে সেই কোষটির সচিত্র বর্ণনা কর।

4th Week Assignment Questions

Class: Seven
Subject: Science
No. of Assignment:1st
Chapter – প্রথম অধ্যায়
Content- নিম্ন শ্রেণীর জীব
Assignment Work-

১। তােমার বাড়ীর দেওয়ালে অথবা আশে পাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং কী কারনে হয় বলে তুমি মনে কর।

২। তােমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া কী কারনে হয় বলে তুমি মনে কর। 

৩। স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি তােমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে – যৌক্তিকতা নিরুপন করে ব্যাখ্যা কর।

Class 7 Science Assignment Answer 2021:

Class seven science subjects is now available online. Check the solutions from below to write the assignment.

Questions Part:

১| একটি প্রাণিকোষ ও একটি উদ্ভিদকোষ এর | চিহ্নিত চিত্র অংকন করে উপস্থাপন কর।
২। মানবদেহের কোন কোন অংগানু ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি তার একটি তালিকা তৈরী কর এবং খাতায় লিপিবদ্ধ কর।
৩। প্রাণিদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে সেই কোষটির সচিত্র বর্ণনা কর।

Answers of Question No-1:

Answers of Questions No 2:

ঐচ্ছিক পেশি :  যে পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করে দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চালন করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলে। মানবদেহে ঐচ্ছিক পেশির সংখ্যা বেশি।

অনৈচ্ছিক পেশি: মানব দেহের যে সকল পেশি ইচ্ছানুযায়ী সংকুচিত, প্রসারিত বা চালনা করা যায় না তাকে অনৈচ্ছিক পেশি বলে। নিচে ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশির তালিকা দেওয়া হলোঃ

ঐচ্ছিক পেশিঅনৈচ্ছিক পেশি
হাঁটুঅন্ননালী
কনুইপাকস্থলী
চোয়ালঅন্ত্র
তরুণাস্থিশ্বাসনালী
ঘাড়মূত্রথলী
কণ্ঠাস্থিমূত্রনালী
প্রগণ্ডাস্থিরক্তনালী

Answers of Question No-3 :

প্রাণিদেহের যে কলা উদ্দীপনা সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে সেই কোষ বা কলাকে স্নায়ুকলা বা স্নায়ুটিস্যু বলে।  স্নায়ুটিস্যুর একক হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন । নিন্মে নিউরন এর সচিত্র বর্ণনা দেওয়া হল। 

Class seven science subjects answers of question no 3

প্রতিটি নিউরন তিনটি অংশে নিয়ে গঠিত। যথাঃ

ক) কোষদেহঃ এটি নিউরনের মুখ্য অংশ এবং এটি গোলাকার, ডিম্বাকার, মোচাকার, সুচালো প্রভৃতি বিভিন্ন আকৃতির হযে থাকে। এটি কোষপর্দা, সাইটোপ্লাজম ও নিউক্লিযাস এ তিনটি অংশ নিষে গঠিত

খ) ডেনড্রনঃ কোষদেহের চারদিকে সৃষ্ট ক্ষুদ্র তন্তুযুক্ত শাখাবিশিষ্ট অংশকে ডেনড্রন বলে। একটি নিউরনে অনেক ডেনড্রন থাকে। ডেনড্রন মানব দেহের বিভিন্ন ইন্দ্র থেকে অথবা অন্য নিউরন থেকে তথ্য গ্রহণ করে।

গ) আক্সনঃ কোষদেহ থেকে উৎপন্ন বেশ লম্বা ও শাখাবিহীন তন্তুটির নাম আক্সন। অ্যাক্সন স্নায়ু স্পন্দন কোষদেহ থেকে পরবর্তী নিউরনে বহন করে নিয়ে যায়।

4th Week Science Assignment Answer

১) বাড়ীর দেওয়ালে অথবা আশে পাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং কী কারনে হয়?

বাড়ীর দেওয়ালে অথবা আশে পাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং হয় তাঁর কারণ হল শৈবাল । শৈবাল সমাঙ্গবর্গের ক্লোরোফিলযুক্ত ও স্ব-ভোজী উদ্ভিদ। এরা মাটি পানি ও গাছের উপর জন্মায়। শৈবাল সাধারণ সবুজ বর্ণের হয়ে থাকে। তবে সাদা, লালা, বাদামি বর্ণেরও শৈবাল রয়েছে।

(২) শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া হাওয়ার কারণ

ব্যাকটেরিয়ার কারনে শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া হয়ে থাকে। ব্যাকটেরিয়া একপ্রকার অণুজীব। এরা মানবদেহে বিভিন্ন পক্রিয়ায় প্রবেশ করে। অপরিষ্কার হাতে এরা বেশি সুবিধা বহন করে এবং সহজেই মুখগহ্বরে ঢুকে রোগের সৃষ্টি করে। বাতাসের মাধ্যমে ব্যাকটেরিয়ার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে। হাত মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে। পচা-বাসি খাবারের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায় । ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও এন্টামিবা মানুষের শরীরের বিভিন্ন রোগ ছড়ায় ।

(৩) স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি জীবনে কতটুকু গুরুত্ব বহন করেঃ

সুস্থ জীবনের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবদেহে যেসব ব্যাকটেরিয়ার আক্রমণ হয় তাঁর মূল কারণ হন অস্বাস্থ্যকর পায়খানা ও নিরাপদ পানির অভাব। যেখানে সেখানে মলমূত্র ত্যাগের কারণে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা বৃষ্টি ও জোয়ারের পানিতে দূর দুরান্তে ছড়িয়ে পড়ে। এন্টামিবায় আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে শাকসবজির ভিতরে প্রবেশ করে। রান্নার পরেও জীবাণু বেঁচে থাকে। ফলে খাবারের মাধ্যমে এন্টামিবা আমাদের শরীরে প্রবেশ করে। সুতরাং স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপন আমাদের জীবনের জন্য অতীব জরুরি। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই। স্বাস্থ্যসম্মত পায়খানার পাশাপাশি নিরাপদ পানির প্রয়োজন। কারণ অনিরাপদ পানির মাধ্যমে ব্যাকটেরিয়াজনিত রোগ যেমনঃ কলেরা ও টাইফয়েড হয়। তাই ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও এন্টামিবা যেসব রোগ সৃষ্টি করে তাঁর প্রতিরোধ ও প্রতিকারের জন্য সম্মিলতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে। দুর্বল স্বাস্থ্যের ব্যক্তিরা সহজে রোগাক্রান্ত হয় বেশি। তাই সুষম খাবারের পাশাপাশি স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি নিশ্চিত করতে হবে।

For More Information, Visit- dshe.gov.bd

Leave a Comment