SSC 2022 Economics Assignment Answer (7th, 15th, 20th, 25th Week)

SSC 2022 Economics Assignment Answer: Directorate of Secondary and Higher Secondary Education is published the SSC Assignment Answer 2022 for Economics Subjects.

The Assignment Question, Work, Solutions for the subject of economics of all three weeks are available at dshe.gov.bd.

DSHE just published the SSC Economics 15th Week Assignment Question answer in pdf file on February, 2022 at dshe.gov.bd.

Soon, They have published the 15th Week Economics Subject Assignment work on dshe.gov.bd.

Just follow this article to check the assignment question, syllabus, instruction and guideline for writing the assignment, and download the Week Based question answer in pdf file.

SSC 2022 Economics Assignment Answer

DSHE is published the SSC Economics Assignment Answer 2022 for economics Subjects of all three weeks on dshe.gov.bd. Now, lets see the content and assignment work of the three weeks.

SSC Economics Assignment 2022 7th Week Answer

DSHE is published the SSC 7th Week Economics Assignment 2021 with question and answer on dshe.gov.bd.

Class: Ten
Subject: Economics
Exam Year: SSC 2021
Week: 7th Week

Assignment work:

একটি দেশের জিডিপি নির্ভর করে সেই দেশের ভূমি,প্রাকৃতিক সম্পদ,শ্রম,মূলধন ও প্রযুক্তি ইত্যাদি সম্পদের পরিমাণ এবং উৎপাদনশীলতার উপর-উক্ত তথ্যের আলােকে বাংলাদেশের মােট জিডিপি পরিমাপের পদ্ধতিগুলাের ব্যাখ্যাসহ মাথাপিছু জিডিপি পরিমাপের সূত্রটি উদাহরণসহ উপস্থাপন

SSC Economics Assignment 2021 7th Week question

Guideline for writing the assignment answer: Students must include the below matters at the time of writing the assignment answer.

  • Illustration of GDP’s definition
  • Description of the methods of measuring GDP
  • Description of the methods of measuring the GDP of Bangladesh
  • Calculating Per Capita GDP using a formula.

Assignment Answer: By following the guideline provided by the DSHE, We have completed a set of assignment answer for economics subject below. Students now can check the sample assignment answer from below to write their own assignment answer. We do not recommend to copy the exact answer, rather then take a guideline from it, write the assignment answer.

SSC 7th Week Economics Assignment Answer page 1
SSC 7th Week Economics Assignment Answer page 2
SSC 7th Week Economics Assignment Answer page 3
SSC 7th Week Economics Assignment Answer page 4

6th Week SSC 2021 Economics Assignment Answer:

DSHE is published the SSC 6th Week Economics Assignment 2021 with question and answer on dshe.gov.bd.

Class: Ten
Subject: Economics
Exam Year: SSC 2021
Week: 6th Week

Assignment Work: কোভিট-১৯ পরিস্থিতিতে মাস্কের বিভিন্ন দামে চাহিদা ও যোগানের পরিমাণ

মাস্কের দামচাহিদার পরিমাণযোগানের পরিমান
৩০০১০
২০০
১০০১০

উক্ত সূচি অনুযায়ী চাহিদা রেখা,  যোগান  রেখা,  ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় সহ পছন্দমত দ্রব্যের একটি চাহিদা সূচি নিয়ে  চাহিদা রেখা অঙ্কন করো।

6th Week SSC 2021 Economics Assignment Question

Assignment Answer: Will Publish Soon.

4th Week SSC 2021 Economics Assignment Answer

DSHE is published the SSC Economics Assignment 2021 4th Week Answer, Assignment Work, Question on dshe.gov.bd. Students now can check the sample assignment answer from below:

4th Week SSC 2021 Economics Assignment Answer page 1
4th Week SSC 2021 Economics Assignment Answer page 2
4th Week SSC 2021 Economics Assignment Answer page 3
4th Week SSC 2021 Economics Assignment Answer page 4
4th Week SSC 2021 Economics Assignment Answer page 5

1st Week SSC Economics Assignment Answer 2021

Questions Part:

বাংলাদেশের অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে”- উক্তিটিতে নির্দেশিত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ পূর্বক বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন করো।

Answer:

বাংলাদেশের অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে – উক্তিটিতে  নির্দেশিত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ পূর্বক বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন করা হলোঃ 

বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থার ধারণাঃ 

মোট উৎপাদিত সম্পদের অর্থমূল্য কিভাবে উৎপাদনের উপাদান গুলোর মধ্যে বন্টন করা হয় তা নির্ভর করে দেশের অর্থনৈতিক ব্যবস্থা বা Economics System এর উপর। 

যে ব্যবস্থা বা কাঠামোর আওতায়  উৎপাদনের উপাদান সমূহের মালিকানা নির্ধারিত হয় এবং উৎপাদন প্রক্রিয়া, উৎপাদিত সম্পদের বন্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থাপনা বলে। 

এ ব্যবস্থা জনগণের অর্থনৈতিক কার্যাবলি এবং অর্থনীতি বিষয়ক প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর সমন্বয়ে গড়ে ওঠে। 

বর্তমানে বিশ্বের চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে। যথাঃ ধণতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র ও ইসলামি অর্থনৈতিক ব্যবস্থা। 

ধণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাঃ 

গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপাদান সমূহ ব্যক্তিমালিকানাধীন।  উদ্যোগ গ্রহণে ব্যক্তিদের একক বা  গোষ্ঠীবদ্ধ স্বাধীনতার অধিকারী। অবাধ প্রতিযোগিতা, ভোক্তার স্বাধীনতা, সর্বাধিক মুনাফা অর্জন ইত্যাদি ধণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য।

সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাঃ 

সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনের উপকরণ সহ সকল সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন। অর্থনৈতিক কার্যাবলি সরকারি নির্দেশনা স্বাধীনতার অভাব, সর্বাধিক মুনাফা অর্জন ইত্যাদি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। 

মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাঃ 

গণতান্ত্রিক সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি বর্তমান বিশ্বে আরেকটি অর্থনীতি ব্যবস্থা বিদ্যমান।  সেটি হচ্ছে মিশ্র অর্থনীতি। এটি ধনতান্ত্রিক ও  সমাজতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যবস্থা। 

ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাঃ 

ইসলামী অর্থ ব্যবস্থা মানুষের জীবনের সামগ্রিক আলোচনা করে। সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করেছেন মানুষের জন্য প্রয়োজনীয় সব রকম দ্রব্য সামগ্রী জীবজন্তু পরিবেশ ও বস্তু সমূহ সৃষ্টি করেছেণ। মানুষ সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত সকল বস্তু সামগ্রী ও পরিবেশ প্রকৃতি ব্যবহার করে ধর্মানুমেদিতভাবে অধিকতর সম্পদ সৃষ্টি ও ভোগ করবে, এটাই হচ্ছে ইসলামের বিধান। 

মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্য 

সম্পদের মালিকানা 

এই অর্থব্যবস্থা একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে সম্পদের রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তিমালিকানা বিদ্যমান। আবার উৎপাদনের উপায় সমূহের ক্ষেত্রেও ব্যক্তিমালিকানার পাশাপাশি সরকারি মালিকানা স্বীকৃত। 

ব্যক্তিগত ও সরকারী খাতের সহাবস্থানঃ 

মিশ্র অর্থনীতিতে ব্যক্তিগত ও সরকারি খাত পাশাপাশি অবস্থান করে।  এখানে ব্যক্তিগত ও সরকারি খাতের শিল্প কারখানা একত্রে কাজ করে। এই অর্থনীতিতে ব্যক্তি মুনাফা অর্জনই  লক্ষ্য তবে সরকারি খাতে সামাজিক কল্যাণ কে বেশি প্রাধান্য দেয়। অনেক সময় ব্যক্তিগত খাতের উপর সরকারি নিয়ন্ত্রণ ও বিধিনিষেধ আরোপ করা হয়। 

অর্থনৈতিক পরিকল্পনাঃ 

এখানে অর্থনৈতিক পরিকল্পনা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তবে বেসরকারি উদ্যোক্তাদের উন্নয়ন পরিকল্পনা কে রাষ্ট্রীয় পরিকল্পনার সাথে সমন্বয় করা হয়। 

দাম ব্যবস্থাঃ
এ অর্থ ব্যবস্থায় বাজার অর্থনীতির দাম ব্যবস্থা কে অনুসরণ করা হয় । অর্থাৎ এখানে দ্রব্য বা সেবার দাম স্বয়ংক্রিয়ভাবে চাহিদা ও যোগানের মাধ্যমে নির্ধারিত হয়। তবে সরকার রাষ্ট্রীয় প্রয়োজনে দাম ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে। 

ব্যক্তি স্বাধীনতাঃ 

মিশ্র অর্থব্যবস্থা ব্যক্তি-স্বাধীনতা রক্ষিত হয়। এখানে ব্যক্তি কি পরিমাণ ভোগ করবে এবং উৎপাদন কেন্দ্র কি পরিমাণ উৎপাদন করবে সে ক্ষেত্রে রাষ্ট্রপক্ষ বেশি হস্তক্ষেপ করে না। সমাজের স্বার্থে কোনো কোনো সময় ভোগ বা বিপণনের ক্ষেত্রে সরকার বিধিনিষেধ আরোপ করে। 

বন্টন ব্যবস্থাঃ 

যেহেতু এই অর্থব্যবস্থায় ব্যক্তিমালিকানা বিদ্যমান সেহেতু জাতীয় আয়ের সুষম বন্টন এখানে নিশ্চিত করা কঠিন। 

মুদ্রাস্ফীতির উপস্থিতিঃ 

মিশ্র অর্থনীতিতে যেহেতু ব্যক্তি উদ্যোগ স্বীকৃত এবং মুনাফাভিত্তিক উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় তাই অনেক সময় অতি উৎপাদন বা কমউৎপাদন করতে পারে। সে ক্ষেত্রে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে।

বিভিন্ন অর্থব্যবস্থা তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ণ করো। 

1st Week SSC Economics Assignment Answer 02

উপরে উল্লিখিত চারটি অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমার দৃষ্ঠিতে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার সবচেয়ে ভাল মনে হয়েছে। আমার উত্তরের স্বপক্ষে যুক্তি উপস্থাপন করা হলোঃ 

এই অর্থনৈতিক ব্যবস্থায় অন্য সকল অর্থনৈতিক ব্যবস্থার মিশ্রণ রয়েছে। এ ক্ষেত্রে ব্যক্তিগত ও সহকারী উভয়ই মালিকানা থাকবে। তবে ব্যক্তিগত মালিকানা থাকলেও সে ক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ থাকবে এবং কোন পণ্য কি পরিমাণ উৎপাদন করতে হবে দাম কেমন হবে এসব কিছুর ক্ষেত্রে সরকারি কিছু নিয়ম মেনে চলতে হবে। এই অর্থনৈতিক ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হলো ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা,  সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা এই অর্থনৈতিক একটি বিশেষ বৈশিষ্ট্য। এক্ষেত্রে একটা নির্দিষ্ট উপযুক্ত পরিকল্পনা অনুযায়ী অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করা হয়। সকল উন্নয়নশীল দেশে এরকম অর্থনৈতিক ব্যবস্থার প্রচলন রয়েছে। আমাদের দেশে এরকম অর্থনৈতিক ব্যবস্থা চালু রয়েছে।

3rd Week SSC Economics Assignment Answer 2021

This is the 3rd Week Economics Assignment Answer for SSC Batch 2021 published by dshe.gov.bd.

3rd Week SSC Economics Assignment Answer 2021 page 1
3rd Week SSC Economics Assignment Answer 2021 page 2

Assignment No: 1

Assignment Work: “বাংলাদেশের অর্থব্যবস্থায় ব্যক্তিগত ও সরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কাজ করে”- উক্তিটিতে নির্দেশিত অর্থব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ পূর্বক বিভিন্ন অর্থ ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন করো। 

Learning Outcomes:

  • বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় বর্ণনা করতে পারবে। 
  • বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ন করতে পারবে। 

Instruction to students for Writing the Assignment Answer:

  • বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবস্থা ধারণা দাও। 
  • মিশ্র অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লেখ। 
  • বিভিন্ন অর্থব্যবস্থা তুলনামূলক সুবিধা ও অসুবিধা মূল্যায়ণ করো। 
  • কোন অর্থনৈতিক ব্যবস্থাটি ভালো- তার স্বপক্ষে যুক্তি দেখাও। 
SSC 2021 Economics Assignment Answer

Assignment No: 2

Assignment Work: সূর্যের আলো,ভূমি,নদীর পানি এগুলোর কোনটি সম্পদ বা সম্পদ নয় তা অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বৈশিষ্ট্য উল্লেখ পূর্বক ব্যাখ্যা প্রদান করো এবং উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণীকরণ করো। 

Learning Outcomes:

  • অর্থ সম্পদের ধারণা করতে পারবে। 
  • প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ এবং উৎপাদিত সম্পদের মধ্যে তুলনা করতে পারবে। 

Instruction to Students for writing the Assignment Answer :

  • অর্থনৈতিক সম্পদের ধারণা দাও। 
  •  সম্পদের চারটি বৈশিষ্ট্য ব্যাখ্যা প্রদান। 
  • সম্পদের চারটি বৈশিষ্ট্যের আলোকে ভূমি, নদীর পানি, সূর্যের আলো এগুলো সম্পদ বা সম্পদ নয় তা ব্যাখ্যা করো। 
  • উৎপত্তির ভিত্তিতে সম্পদের শ্রেণীকরণ করো। 
SSC Economics Assignment Answer 2021

Assignment No: 3

Assignment Work: একটি নির্দিষ্ট সময়ে একের পর এক ফুচকা খেলে ফুচকার উপযোগ ক্রমেই কমতে থাকে-  উক্তিটি পাঠ্যপুস্তক উল্লেখিত বিধির সাথে সম্পর্কযুক্ত রেখার সাহায্যে বিশ্লেষণ করো।  সকল ক্ষেত্রে বিধিটি কার্যকর কিনা তার সম্পর্কে মতামত প্রদান কর

SSC 4th Week Assignment Answer 2021 economics

Source: DSHE

Leave a Comment