SSC 2022 Finance Assignment Answer (5th, 11th, 18th, 24th Week)

SSC Finance Assignment Answer 2022: Directorate of Secondary and Higher Secondary Education is published the ssc assignment answer 2022 for finance and banking subject.

DSHE is published the SSC 11th Week Finance and Banking Assignment in pdf file on 9th January 2022. The assignment work, question with solutions all are available at dshe.gov.bd.

SSC Finance Assignment Answer 2022

The Directorate of Secondary and Higher Secondary Education has published the SSC Finance Assignment 2022 on dshe.gov.bd. Students can now check the assignment question in the week-by-week answer section below. Recently, The 4th Week Assignment has been published by DSHE.

The SSC Finance and Banking Assignment Solutions will now be used by DSHE to evaluate students. As a result, students are unable to ignore the Assignment Work. They must create the best possible assignment solutions. They will receive marks for their assignment solutions. It will be included in the 2022 SSC Result.

The assignment’s primary goal is to prepare students for the final exam of the Bangladesh Secondary School Certificate Examination.

Due to the COVID-19 Corona Virus, students’ syllabus for SSC Finance and Banking subjects has been Shorten. In addition, DSHE will publish the assignment work every week in accordance with the syllabus.

Four chapters have been removed from the Finance and Banking curriculum. The remaining six chapters are First (অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন), Third (অর্থের সময়মূল্য ) , Fourth (ঝুঁকি ও অনিশ্চয়তা), Fifth ( মূলধনি আয় ব্যয় প্রাক্কলন ), Ninth (ব্যাংকিং ও ব্যবসায় তার ধরণ), and Tenth (বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি).

From these chapters, DSHE will publish the SSC assignment 2022 for Finance and Banking subjects of the commerce group. In addition, they will publish the Finance and Banking assignment in the following weeks:

5th Week 11th Week 18th Week 24th Week

The latest week’s class 10 SSC 2022 Finance and Banking Assignment Answer has been published by DSHE. Furthermore, they have published First two assignment works for the evaluation of SSC Candidates 2022 on 9th February 2022. Lets see the assignment content, work with answer from below.

Read Also- SSC Accounting Assignment Answer 2022

11th Week SSC 2022 Finance Assignment Answer

Directorate of Secondary and Higher Secondary Education is published the Finance and Banking Assignment for Business Studies Group Students.

The 11th Week Assignment for Finance and Banking is publish on 9th February 2022. Students will able to download the assignment question with answer from here in both pdf or jpg file.

Class: Ten
Exam Year: SSC 2022
Subject: Finance and Banking
Group: Business Studies
Week: 11th Week
Assignment Work:
Will Publish Soon.

SSC Finance and Banking Assignment 2022 7th Week Answer

Directorate of Secondary and Higher Secondary Education will publish the Finance and Banking Assignment for Business Studies Group Students.

The 7th Week Assignment for Finance and Banking is publish on 31st August 2021. Students will able to download the assignment question with answer from here in both pdf or jpg file.

Class: Ten
Exam Year: SSC 2021
Subject: Finance and Banking
Group: Business Studies
Week: 7th Week
Assignment Work:
ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য ও স্থায়ীত্বের সাথে মূলধন বাজেটিং এর সম্পর্ক বিশ্লেষণ কর।

SSC Finance  Assignment 2021 7th Week Question

Students should write the following matter on their assignment:

While preparing the assignment explain the concept of capital budgeting and mention some businesses known personally and situated in surroundings as example explain the importance of capital budgeting on the basis of textbook as well as own creativity.

• example and explanation should be given about the application of capital budgeting must explain the steps required in capital budgeting process

• finally, include opinion and explanation on the relationship of the success in 250 Words.

Assignment Answer:

7th Week SSC Finance and Banking Assignment Answer2021 page 1
7th Week SSC Finance and Banking Assignment Answer2021 page 2
7th Week SSC Finance and Banking Assignment Answer2021 page 3
7th Week SSC Finance and Banking Assignment Answer2021 page 4
7th Week SSC Finance and Banking Assignment Answer2021 page 5
7th Week SSC Finance and Banking Assignment Answer2021 page 6
7th Week SSC Finance and Banking Assignment Answer2021 page 7
7th Week SSC Finance and Banking Assignment Answer2021 page 8
7th Week SSC Finance and Banking Assignment Answer2021 page 9

SSC 6th Week Finance and Banking Assignment Answer 2021

SSC Assignment 2021 6th Week Answer
SSC Assignment 2021 6th Week Answer page 2

4th Week Finance and Banking Assignment Answer 2021

The 4th Assignment for Finance and Banking Subjects is published from the third chapters (অর্থের সময়মূল্য).

Class: Ten
Exam Year: SSC 2021
Subject: Finance and Banking
Group: Business Studies
Week: 4th Week

Assignment Work: অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পারিক  নির্ভরশীলতা বিশ্লেষণ করো। 

SSC 2021 Finance Assignment Answer 4th Week

Assignment Answer:

DSHE is published the assignment question for Finance and banking 4th Week on 9th August, 2021. Now, we have prepared a solution of that question. Students can use this sample assignment answer to write their assignment solutions:

SSC 2021 4th Week Finance Assignment Answer page 1
SSC 2021 4th Week Finance Assignment Answer page 2
SSC 2021 4th Week Finance Assignment Answer page 3
SSC 2021 4th Week Finance Assignment Answer page 4
SSC 2021 4th Week Finance Assignment Answer page 5
SSC 2021 4th Week Finance Assignment Answer page 6

You May Check: SSC Business Entrepreneurship Assignment Answer 2021 for all weeks from dshe.gov.bd

3rd Week SSC Finance and Banking Assignment Answer 2021

Class: Ten
Exam Year: SSC 2021
Subject: Finance and Banking
Group: Business Studies
Week: 3rd Week

Assignment Work: বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে অর্থের ভবিষ্যৎ মূল্যের ভূমিকা নিরূপণ করো।

সমস্যাঃ একজন চাকরিজীবী জমি বিক্রি করে ১০লাখ টাকা পেলেন। তিনি ৫ বছর  এর জন্য টাকাগুলো দুটি ব্যাংকে রাখতে চান। একটি ব্যাংকে ৬ লাখ টাকা এবং অন্য একটি ব্যাংকে ৪ লক্ষ  টাকা রাখবেন । 

এজন্য X ও Y দুটি ব্যাংকে যোগাযোগ করলে X ব্যাংক ৯% চক্রবৃদ্ধি মুনাফা এবং Y ব্যাংক ৮.৫০% সাপ্তাহিক চক্রবৃদ্ধি মুনাফা দিতে চায়। 

 মতাবস্থায় কোন ব্যাংকে কত টাকা রাখলে অধিক লাভবান হবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তার  বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য তোমাকে যৌক্তিক পরামর্শ দিতে হবে । 

SSC Finance and Banking Assignment Answer 2021
SSC Finance and Banking Assignment Answer 2021 page 2

Assignment Answer:

অর্থের সময় মূল্য ধারনাঃ 

ফিন্যান্স এর দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের মূল্য  পরিবর্তিত হয় অর্থাৎ এখনকার ১০০ টাকা আর পাঁচ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বহন করে না।এখনকার ১০০ টাকা অধিকতর মূল্যবান।  এটাই অর্থের সময় মূল্য ধারণা।  অর্থের সময় মূল্য এর মূল কারণ সুদের হার। 

মনে করে আমি আমার বন্ধুর কাছে ১০০ টাকা পাই,  এমতাবস্থায় সে বলল ১০০ টাকা এখন না পরিশোধ করে বছর পর পরিশোধ করবে।  অর্থের সময় মূল্য বলে যে এখনকার ১০০ টাকা এবং আগামী বছরের ১১০ টাকা মূল্য অনুযায়ী সমান মূল্য বহন করে। 

অর্থের ভবিষ্যৎ মূল্য ও চক্রবৃদ্ধি করণ প্রক্রিয়াঃ 

বর্তমান মূল্য জানা থাকে একনং সূত্র ব্যবহার করে ভবিষ্যৎ মূল্য বের করা যায়। 

সূত্র ১ঃ  ভবিষ্যৎ মূল্য (FV)= বর্তমান মূল্য (১+  সুদের হার) বাৎসরিক মেয়াদ

এখানে (FV) হচ্ছে Future Value 

বর্তমানের ১০০ টাকায ১ বছর পরের ভবিষ্যৎ মূল্য= ১০০ (১+০.১০)১

= ১০০*১.১০

= ১১০ টাকা। 

বর্তমানে ১০০ টাকার ২ পরের ভবিষ্যৎ মূল্য= ১০০ (১+০.১০) ২

=১০০*১.২১

= ১২১ টাকা। 

ভবিষ্যৎ মূল্য নির্ধারণের জন্য উপরোক্ত উদাহরণে যে প্রক্রিয়াটি ব্যবহৃত হয়েছে,  তাকে চক্রবৃদ্ধি করণ পদ্ধতি। এখানে লক্ষণীয় যে এক বছর পরে ১১০ টাকা ভবিষ্যৎ মূল্যের মধ্যে আসলো ১০০ টাকাও সুদ ১০% হারে ১০ টাকা। একইভাবে দ্বিতীয় বছর আরো 10 টাকা সুদ হলে  ভবিষ্যৎ মূল্য হওয়া উচিত 120 টাকা কিন্তু দ্বিতীয়  বছর ভবিষ্যৎ মূল্য হয়েছে 121 টাকা।  এর কারণ দ্বিতীয় বছরের শুরুতে আসল  ধরা হয় 110 টাকা এবং তাতে করে দ্বিতীয় বছরে 10% হারে সুদ হয় 11 টাকা। 

 এভাবে প্রথম বছরের সুদ আসল কে দ্বিতীয় বছরে আসল ধরে তার ওপর দ্বিতীয় বছরের ধার্য করার প্রক্রিয়াকে বলা হয় চক্রবৃদ্ধি করণ পদ্ধতি। চক্রবৃদ্ধি করণ পদ্ধতিতে  প্রতিবছর সুদ আসলের ওপর সুদ দাহ্য করে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করা হয়।  অর্থাৎ সুদ আসলের ওপর  যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়।  কিন্তু সরল সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয়। 

বার্ষিক চক্রবৃদ্ধিকরণ ও বছরে একাধিক চক্রবৃদ্ধিকরণ করে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ঃ 

কখনো কখনো বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হতে পারে।  যেমনঃ  ব্যাংকে টাকা রাখলে মাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়।  অর্থাৎ বছরের 12 বার চক্রবৃদ্ধি হয়।  সে ক্ষেত্রে সূত্রটিকে দুটি পরিবর্তন করতে হবে।বছরে যদি বারবার চক্রবৃদ্ধি হয়,  তাহলে প্রশত  সুদের হার কে 12 দিয়ে ভাগ করতে হবে এবং দ্বিতীয়ত মেয়াদকেও  12 দিয়ে গুণ করতে হবে।  একটি উদাহরণের মাধ্যমে সূত্রটির প্রয়োগ দেখানো হলো। 

 উদাহরণঃ  যদি তুমি 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে জমা রাখ এবং তুমি জানো বছরে ১২ বার চক্রবৃদ্ধি হবে,  তবে এক বছর পর তুমি কত টাকা পাবে?  এর সমাধানের জন্য তোমাকে নিচের সূত্রটি ব্যবহার করতে হবে। 

সূ্ত্রঃ 

3rd Week SSC Finance and Banking Assignment Answer 2021

ধারণা,  যদি তুমি আজকে 100 টাকা ব্যাংকে জমা রাখ তাহলে এক বছর পরে তুমি 110.৪৬ টাকা পাবে।  অর্থাৎ তুমি ১১০.৪৬- ১০০= ১০.৪ ৬ টাকা বেশি পাবে । 

3rd Week SSC Finance and Banking Assignment Answer 2021 page 2
3rd Week SSC Finance and Banking Assignment Answer 2021 page 3

কোন ব্যাংকে কত টাকা জমা রাখলে তিনি অধিক লাভবান হবেন এই বিষয়ে পরামর্শ

 আমরা জানি  বার্ষিকচক্রবৃদ্ধি ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য 

3rd Week SSC 2021 Finance and Banking Assignment Answer

যেহেতু প্রথম অবস্থার ক্ষেত্রে পাঁচ  বছর পরে মোট মূল্য অপেক্ষা দ্বিতীয় অবস্থার ক্ষেত্রে পাঁচ বছর পরে  মোট মূল্য কম,  যেহেতু প্রথম অবস্থাতে অর্থাৎ x ব্যাংকে ৬ লাখ টাকা এবং y  ব্যাংকে ৪ লাখ টাকা জমা রাখলে তিনি অধিক লাভবান হবে। 

1st Week SSC 2021 Finance and Banking Assignment Answer

Class: Ten
Exam Year: SSC 2021
Subject: Finance and Banking
Group: Business Studies
Week: 3rd Week

Assignment Work: আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার অর্থায়ন ব্যবস্থাপনা বিষয়ক জ্ঞান সহায়ক বিষয়টির যৌক্তিকতা নিরূপণ করো

SSC 2021 Finance and Banking Assignment Answer

Assignment Answer:

অর্থায়নের ধারণা :
অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে । কোন উৎস থেকে কী পরিমাণ তহবিল সংগ্রহ করে , কোথায় কীভাবে বিনিয়ােগ করা হলে কারবারে সর্বোচ্চ মুনাফা হবে , অর্থায়ন সেই সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে । একটি ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালামাল বিক্রয় থেকে অর্থের আগমন হয় । কারবারে মালামাল প্রস্তুত ও ক্রয় করার জন্য বিভিন্ন ধরনের তহবিলের প্রয়ােজন হয় । যেমন : মেশিনপত্র ক্রয় , কঁাচামাল ক্রয় , শ্রমিকদের মজুরি প্রদান ইত্যাদি । এগুলাে তহবিলের ব্যবহার । তহবিলের এই প্রয়োজন।

কারবারি অর্থায়নের গুরুত্ব :
তীব্র যাগিতামূলক মুক্ত বাজারনীতিতে প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান অত্যন্ত সতকর্তার সাথে অর্থায়ন পরিকল্পনা করে থাকে । কারণ অর্থায়ন পরিকল্পনার উপরই একটি ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন নির্ভরশীল । তাই বর্তমানে প্রতিটি প্রতিষ্ঠান যেমন- সরকারি , বেসরকারি ও আন্তর্জাতিক ব্যবসায় প্রতিষ্ঠানগুলাে বিশেষ গুরুত্বের সাথে পরিকল্পনা অনুযায়ী অর্থায়ন করে থাকে । কারণ , সুপরিকল্পিত ও দক্ষ অর্থায়ন ব্যবস্থাপনার কারণে একদিকে যেমন ঝুঁকি হ্রাস পায় , অন্যদিকে আয় বা মুনাফা বৃদ্ধি পায় । নিম্নোক্ত বিষয়সমূহ অর্থায়ন ব্যবস্থাপনাকে আরাে বেশি অর্থবহ করে তুলবে :

( ক ) মূলধন সংকট
( খ ) উৎপাদনমুখী বিনিয়ােগ
( গ ) ব্যাংকিং ব্যবস্থা
( ঘ ) শিক্ষিত উদ্যোক্তার অভাব
( ঙ ) স্বল্প মেয়াদি তহবিলের ব্যবহার

আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী :
আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলীকে নিম্নোক্তভাগে ভাগ করা যায় । যেমন
১. অর্থায়ন সিদ্ধান্ত
২. বিনিয়ােগ সিদ্ধান্ত
৩. অন্যান্য সিদ্ধান্ত / লভ্যাংশ বন্টন সিদ্ধান্ত

১. অর্থায়ন সিদ্ধান্ত :
আর্থিক ব্যবস্থাপকের দ্বিতীয় কাজ হলাে প্রকল্পে ব্যবহারের জন্য প্রয়ােজনীয় অর্থের সংস্থান করা । অথাৎ , একটি প্রকল্পে বিনিয়ােগের জন্য কি পরিমাণ তহবিল প্রয়ােজন তা নির্ধারণ করা এবং কীভাবে সংগ্রহ করা হবে , কোন উৎস থেকে এবং কখন সংগ্রহ করব ঠিক করতে হবে । বিনিয়ােগের জন্য প্রয়ােজনীয় অর্থের কী পরিমাণ নিজস্ব মূলধন ( equity ) এবং কী পরিমাণ ঋণকৃত মূলধন ( debt capital ) থেকে সংস্থান করা হবে তা নির্ধারণ করাই হচ্ছে । এ সিদ্ধান্তের মূল প্রতিপাদ্য বিষয় ।

২. বিনিয়ােগ সিদ্ধান্ত :
একজন আর্থিক ব্যবস্থাপকের সর্বপ্রথম কাজ হলাে লাভজনক বিনিয়ােগ প্রকল্প চিহ্নিত করা এবং ঐ প্রকল্পে বিনিয়ােগ সিদ্ধান্ত গ্রহণ করা । অর্থাৎ , কোন কোন প্রকল্পে বা সম্পত্তিতে বিনিয়ােগ করলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন সহজ হবে তা নির্ধারণ করা । সে

৩. লভ্যাংশ বণ্টন সিদ্ধান্ত : পরিকল্পিত ও গৃহীত প্রকল্পসমূহ বাস্তবায়নের মাধ্যমে কোম্পানি যে মুনাফা অর্জন করে , তা শেয়ার মালিকদের মধ্যে বন্টনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপককে নিতে হয় । অর্থাৎ , অর্জিত মুনাফার সম্পূর্ণ না আংশিক শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হবে , তা নির্ধারন করা আর্থিক ব্যবস্থাপককের কাজ ।


যদি কোম্পানির নিকট লাভজনক বিনিয়ােগ সুযােগ থাকে , তাহলে অর্থসংস্থান করার জন্য মুনাফার সম্পূর্ণ অংশ বন্টন না করে আংশিক বন্টন করা হয় । আংশিক মুনাফা বন্টন করা হলে শেয়ার মূল্যের উপর কি প্রভাব পড়তে পারে তা বিবেচনা কওে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় । তাই কোম্পানির শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ও ভবিষ্যতে বিনিয়ােগের সুযােগ সম্বন্ধে চিন্তাভাবনা করে অর্জিত মুনাফার যে অংশ মালিকদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় , তাকে মুনাফা বন্টন হার ( Dividend payout ratio ) বলা হয়।

Source: DSHE

1 thought on “SSC 2022 Finance Assignment Answer (5th, 11th, 18th, 24th Week)”

Leave a Comment